শুভ উদ্বোধন SPAA ওয়েবসাইট

Share it Socially
  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গত একুশে ফেব্রুয়ারি সন্ধায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আনন্দঘন পরিবেশে স্টামফোর্ড ফার্মেসি অ্যালামনাই এসোসিয়েশনের বহুল কাঙ্খিত ওয়েবসাইট www.spaabd.org এর শুভ উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস. এম. শফিউজ্জামান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস ফাতিনাজ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে লুতফুল কবির এবং ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এস. এম মোস্তাফিজুর রহমান সহ ঔষধ শিল্পে কর্মরত বিভিন্ন কোম্পানির কর্মকর্তাগন।

যা কিছু আছে এই ওয়েবসাইটেঃ

স্টামফোর্ড ফার্মেসি অ্যালামনাই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, বর্তমান কার্যকরী কমিটি, স্থায়ী কমিটি, পূর্ববর্তী কমিটি, উপদেষ্টামন্ডলি সহ প্রত্যেক ব্যাচের জন্য একজন কোঅর্ডিনেটর এর তালিকা। এসোসিয়েশনের কাজের ধরন এবং সংক্ষিপ্ত বর্ণনা, বার্ষিক অনুষ্ঠানসমূহের পঞ্জিকা, সকল ধরনের প্রকাশনা, সকল অ্যালামনাইদের পেশাগত তথ্য (হালনাগাদ সাপেক্ষে), অ্যালামনাই কতৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ইউটিউব চ্যানেল (SPAA TV), সামাজিক যোগাযোগ মাধ্যমের  (ফেসবুক) লিংক, ফার্মেসি বিভাগ থেকে সদ্য পাশ করা বর্তমান ছাত্র/ছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদনের সুবিধা  এবং একটি সমৃদ্ধ নিউজ পোর্টাল রয়েছে। ভবিষ্যতে অ্যলামনাইগনের মধ্যে তথ্য আদান প্রদান এবং উন্নত মাত্রায় যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি এন্ড্রয়েড এ্যাপস চালু করা এবং একটি ব্লগ ও জব পোর্টাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সকল রেজিষ্টার্ড সদস্যদের জন্য এই ওয়েবসাইটে লগইন সুবিধা থাকবে যার মাধ্যমে সদস্যগন ডাউনলোড সুবিধাসহ ওয়েবসাইটের সকল তথ্য ব্রউজ করার সুযোগ পাবেন। সেচ্ছায় রক্তদান কর্মসুচির আওতায় অ্যালামনাইগনের নিজের কিংবা পরিবারের প্রয়োজনে যোগাযোগ করলে অ্যালামনাইর পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং ওয়েবসাইটে ডোনার এবং রিসিভার উভয়ের তথ্য সংরক্ষন করা হবে।

Leave a reply