চাকুরিতে ফার্মাসিস্টদের সুযোগ সুবিধা বাড়ানোর আহবান
গত ২১শে ফেব্রুয়ারি স্টামফোর্ড ফার্মেসি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ফার্মাসিউটিক্যালস্- প্রোডাক্ট অব দ্যা ইয়ার ২০১৮; ফার্মাসিস্টদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে লুতফুল কবির।
তিনি বলেন আমাদের ঔষধ স্থানীয় চাহিদা পুরণের পাশাপাশি বিশ্বের ১৪৫টি দেশে (ঔষধ প্রশাসনের তথ্য অনুযায়ী) রপ্তানী হচ্ছে। আর এ বিশাল সম্ভাবনা দেখেই মাননীয় প্রধানমন্ত্রী ঔষধকে এবছরের প্রোডাক্ট অব দ্যা ইয়ার ঘোষনা করেছেন। তিনি প্রোডাক্ট অব দ্যা ইয়ার বাস্তবায়নের মূল কারিগর যারা অর্থাৎ ঔষধ শিল্পের বিকাশমান অগ্রগতির পিছনে অবদান রেখে যাচ্ছেন যে ফার্মাসিস্ট সমাজ কর্মক্ষেত্রে তারা সঠিকভাবে মূল্যায়িত হচ্ছেনা উল্লেখ করে ঔষধ শিল্প মালিকদের প্রতি চাকুরির ক্ষেত্রে ফার্মাসিস্টদের সুযোগ সুবিধা বাড়ানোর অহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন, ঔষধ শিল্পের রেগুলেটর হিসেবে আপনিই পারেন ফার্মাসিস্টদের জন্য একটি নূন্যতম স্ট্যান্ডার্ড বেতন কাঠামো ঠিক করার উদ্দ্যেগ নিতে। আর সেটি যদি আপনার হাত দিয়েই হয় তাহলে এই ফার্মাসিস্ট সমাজ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং আপনার এ অবদানকে চিরস্মরনীয় করে রাখবে।