কার্যকরী কমিটি নির্বাচন ২০১৭
২২ সেপ্টেম্বর ২০১৭ রোজ শুক্রবার রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রিয় সংগঠন ‘স্ট্যামফোর্ড ফার্মেসি এ্যালামনাই অ্যাসোসিয়েশন (SPAA) এর নতুন কার্যকরী কমিটির ঘোষণা হয়। সংগঠনের স্থায়ী কমিটি কর্তৃক মনোনীত তিন সদস্যের নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের সামনে আগামী ২ বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে পলাশ গোস্বামী, সাধারণ সম্পাদক হিসেবে আবদুল কাদের চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মঞ্জুরুল আহসান রনির নাম ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, কমিশনার হিসেবে মোঃ সাইদুর রহমান এবং মোঃ গোলাম সারওয়ার খান দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র–ছাত্রী এবং পুরোনো কমিটির সদস্যরা নতুন কমিটির প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সংগঠনকে আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অন্যান্য সদস্যদের সহযোগিতায় অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী ও দৃঢ়ভাবে গড়ে তোলার আশ্বাস দেন। অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশ বিদেশের ওষুধশিল্প, গবেষণা ও স্বাস্থ্যসেবায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ফার্মাসিস্টকে ঐক্যবদ্ধ করে নির্দিষ্ট ফ্ল্যাটফর্মে আনার জন্য কাজ করে যাবেন বলে দৃঢ়প্রতিজ্ঞা করেন। যার মাধ্যমে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিজেদের আরো বেশি করে নিয়োজিত করতে পারবেন। কার্যকরী কমিটির নবনির্বাচিত তিনজন ও স্থায়ী কমিটির পরামর্শক্রমে এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কিছুদিনের মধ্যেই বিভিন্ন সম্পাদকমন্ডলী ও কার্যকরী সদস্যবৃন্দের সমন্বয়ে মোট ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।